Return & Refund Policy

রিটার্ন ও রিফান্ড নীতিমালা

আমরা চাই আপনি আপনার কেনাকাটায় ১০০% সন্তুষ্ট থাকুন। যদি কোনো কারণে আপনি সন্তুষ্ট না হন, আমরা আপনার পাশে আছি।

রিটার্নের শর্তসমূহ:

  • আপনি পণ্যটি গ্রহণের ৭ দিনের মধ্যে ফেরত দিতে পারবেন।
  • পণ্যটি অব্যবহৃত ও মূল প্যাকেজিংসহ হতে হবে।
  • ফেরতের জন্য অর্ডার নম্বর বা রসিদের প্রমাণ দিতে হবে।

রিফান্ড নীতিমালা:

  • আমরা পণ্যটি ফেরত পাওয়ার পর তা পর্যালোচনা করবো।
  • পর্যালোচনার পরে, ফেরতযোগ্য হলে, ৫-৭ কার্যদিবসের মধ্যে আপনার মূল পেমেন্ট মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে।

এক্সচেঞ্জ নীতিমালা:

  • শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে পণ্য পরিবর্তনের সুযোগ দেওয়া হয়।
  • এক্সচেঞ্জের জন্য আগে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ:

যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের ইমেইল করুন:
support@azeelshop.com

Shopping Cart